Monday, May 28, 2012
পারস্য উপসাগরের নাম পরিবর্তনের চেষ্টা : মধ্যপ্রাচ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র
দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত পারস্য উপসাগর হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতাগুলোর একটির লালনক্ষেত্র। মানবজাতির লিখিত ইতিহাসের প্রথম থেকেই বিশ্বের চারটি সনাক্তকৃত সাগরের মধ্যে পারস্য উপসাগর ছিল অন্যতম। কিন্তু বর্তমানে কয়েকটি পশ্চিমা দেশের ইন্ধনে আরব দেশগুলোর বই-পুস্তক এবং সংবাদ ও প্রতিবেদন থেকে পারস্য উপসাগরের নাম মুছে ফেলা হয়েছে। পাশ্চাত্যের গণমাধ্যমেও পারস্য উপসাগরের পরিবর্তে ‘আরব উপসাগর’ নামটি চালিয়ে দেয়ার চেষ্টা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সম্প্রতি এক প্রতিক্রিয়ায় বলেছে, "এ উপসাগরের নাম থেকে 'পারস্য' শব্দটি উঠিয়ে দেয়ার অর্থ হচ্ছে ইরানি জনগণের আবেগ-অনুভূতি নিয়ে খেলা করা। এ ছাড়া, এর ফলে একটি ঐতিহাসিক বাস্তবতাকেও অস্বীকার করা হচ্ছে।" এ নিবন্ধে আমরা পারস্য উপসাগরে নিয়ে ইরান ও কয়েকটি আরব দেশের দ্বন্দ্ব এবং এর প্রভাব নিয়ে আলোচনার প্রয়াস পাবো।
পারস্য উপসাগরের অবস্থান
পারস্য উপসাগর দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত। এ উপসাগরটির সুবিস্তৃত উত্তরাঞ্চলীয় উপকূল ইরানের অংশ। এর পশ্চিমে রয়েছে ইরাক ও কুয়েত, দক্ষিণে রয়েছে সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। পারস্য উপসাগরের মোট আয়তন দুই লাখ ৪০ হাজার বর্গকিলোমিটার। এ উপসাগর লম্বায় ৯০০ কিলোমিটার এবং চওড়ায় প্রায় ২৪০ কিলোমিটার। ইরান সংলগ্ন পারস্য উপসাগরীয় উপকূলের দৈর্ঘ্য ৮০০ কিলোমিটার। পারস্য উপসাগরের গভীরতা কম এবং সাধারণত: তা ৫০ মিটার, আর সর্বোচ্চ গভীরতা প্রায় ১০০ মিটার। পারস্য উপসাগর হরমুজ-প্রণালীর মাধ্যমে ওমান সাগর ও মুক্ত মহাসাগরের সাথে যুক্ত হয়েছে।
ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব
পারস্য উপসাগরের প্রাকৃতিক প্রতিবেশ অত্যন্ত সমৃদ্ধশালী। বর্তমানে বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটেও পারস্য উপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর কারণ হচ্ছে- পারস্য উপসাগর বিশ্বের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ জলপথ। এ উপসাগর কৌশলগত দিক থেকেও বিশ্বের অত্যন্ত স্পর্শকাতর অঞ্চলে অবস্থিত হওয়ায় পরাশক্তিগুলো সব সময়ই এ জলপথে তাদের উপস্থিতি জোরদারের প্রচেষ্টা চালিয়ে এসেছে।
খার্গ, আবু মুসা, বড় তুন্ব, ছোট তুন্ব, কিশ, কেশম ও লাভান পারস্য উপসাগরে অবস্থিত ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীপ। পারস্য উপসাগরের গুরুত্বের কারণেই এখানকার হরমুজ-প্রণালী বিশ্বের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ প্রণালী হিসেবে বিবেচিত হয়। এ প্রণালী লম্বায় ১৫৮ কিলোমিটার এবং চওড়ায় ৫৬ থেকে ১৮০ কিলোমিটার। আন্তর্জাতিক নৌ-পরিবহনের সংখ্যার দিক থেকে হরমুজ প্রণালীর স্থান বিশ্বে দ্বিতীয়। প্রতিদিন প্রায় এক কোটি ৭০ লাখ ব্যারেল জ্বালানি তেল বয়ে নিয়ে যাওয়া হয় এ প্রণালী দিয়ে। বিশ্বের অপরিশোধিত জ্বালানি তেলবাহী তেল ট্যাংকারগুলোর শতকরা ৪০ ভাগ যাতায়াত করে এ সাগর দিয়ে এবং এ জলপথ দিয়েই রপ্তানি করা হয় বিশ্ববাজারের শতকরা প্রায় ২৫ ভাগ জ্বালানি তেল। পারস্য উপসাগরের ব্যাপক গুরুত্ব তুলে ধরার জন্য এটাই জানা যথেষ্ট যে, বিশ্বে এ পর্যন্ত আবিস্কৃত জ্বালানি তেল ও গ্যাসের শতকরা প্রায় ৬৮ ভাগই রয়েছে এ উপসাগরের নিচে ও আশপাশের দেশগুলোতে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বের বহু দেশের বা অঞ্চলের গুরুত্ব কমে গেলেও পারস্য উপসাগরের গুরুত্ব আগের চেয়েও বেড়েছে। বিশ্ব-অর্থনীতির মূল প্রাণ-প্রবাহ হল এই উপসাগর।
নাম পরিবর্তনের নীলনকশা
পারস্য উপসাগরের নাম পরিবর্তনের ষড়যন্ত্রের সূচনা হয়েছে ব্রিটিশদের মাধ্যমে। পারস্য উপসাগরীয় অঞ্চলের ব্রিটিশ রাজনৈতিক প্রতিনিধি রুড্রিক ওয়েন সর্ব প্রথম তার ‘পারস্য উপসাগরে স্বর্ণালী বুদবুদ' নামক বইয়ে পারস্য উপসাগরকে ‘আরব উপসাগর’ হিসেবে অভিহিত করার প্রস্তাব করেছিলেন। পারস্য উপসাগরীয় অঞ্চলে তিন দশক ধরে ব্রিটিশ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি স্বদেশে ফিরে ১৯৬৬ সালে পারস্য উপসাগরীয় দক্ষিণ উপকূল সম্পর্কে একটি বই লেখেন।
তিনি এ বইয়ে ভুয়া ও মিথ্যা নাম ‘আরব উপসাগর’ শব্দটি ব্যবহার করেন। বেলগ্রেভ পারস্য উপসাগরীয় দক্ষিণ উপকূলকে ‘চোরদের উপকূল’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন যে, আরবরা পারস্য উপসাগরকে ‘আরব উপসাগর’ বলতে আগ্রহী। আর এ বইটি প্রকাশিত হওয়ার পর থেকেই আরব পত্র-পত্রিকায় পারস্য উপসাগরকে ‘আরব উপসাগর’ লেখা শুরু হয়। এর কয়েক বছর পর মধ্যপ্রাচ্যে অপর ব্রিটিশ প্রতিনিধি চার্লস বেলগ্রেভ তার বইয়ে একই বিষয়ের অবতারণা করেন। আর এভাবেই পারস্য উপসাগরের নাম পরিবর্তনের অপচেষ্টা শুরু হয়। আরও কিছুদিন পর পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলের আরব দেশগুলোর সরকারি লেখালেখিতেও ‘আরব উপসাগর’ লেখা হতে থাকে।
২০০৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ন্যাশনাল জিওগ্রাফি সবাইকে বিস্মিত করে পারস্য উপসাগরকে ‘আরব উপসাগর’ হিসেবে উল্লেখ করে। এটা সবার কাছেই স্পষ্ট ছিল যে, রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজটি করা হয়েছে। এরপর হাজার হাজার ইরানী ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানায়। প্রতিবাদের মুখে পত্রিকাটি ‘আরব উপসাগর’ নামটি বাদ দেয় এবং ‘পারস্য উপসাগর’ নামটিকে ব্যবহার করে। এখানে উল্লেখ্য যে, জাতিসংঘ গত বছর পুণরায় ‘পারস্য উপসাগর’ নামটিকে স্বীকৃতি দিয়েছে।
পারস্য উপসাগরের পক্ষে ঐতিহাসিক দলিল-প্রমাণ
মানবজাতির লিখিত ইতিহাসের প্রথম থেকেই বিশ্বের চারটি সনাক্তকৃত সাগরের মধ্যে পারস্য উপসাগর ছিল অন্যতম। গ্রীকরা মনে করত এ চারটি সাগরই উৎসারিত হয়েছে একটি মহাসাগর থেকে যে মহাসাগর বিশ্বের সব জলভাগের সমমাত্রায় বিস্তৃত। তাই এটা স্পষ্ট যে ইরানের প্রাচীন হাখামানেশীয় সম্রাট দারিুয়ুশের শিলালিপিতে "পার্স বা পারস্য সাগর" হিসেবে উল্লেখিত হওয়ার বহু বছর আগেই অ-ইরানি জনগোষ্ঠীও এই বিস্তৃত জলভাগকে পার্স নামেই চিনত।
এ উপসাগরের নাম এত প্রাচীন যে অনেকে মনে করেন, পারস্য উপসাগরই মানব সভ্যতার উৎস বা লালনভূমি। এ অঞ্চলের প্রাচীন বাসিন্দারাই প্রথম জাহাজ তৈরি করেছিল। এসব জাহাজে চড়ে তারা অন্যান্য দেশে যেত। খ্রিস্টের জন্মের ৫০০ বছর আগে সম্রাট প্রথম দারিউশের শাসনামলে ইরানি নাবিকরা তাদের নৌ-অভিযান শুরু করেছিল। জেনোফেন, Ktzyas, স্ট্রাবন ও হেরোডটাসের মত খ্রিস্টপূর্ব যুগের গ্রিক ভূগোলবিদ ও ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী গ্রিকরাই প্রথম এই সাগরকে পার্স সাগর ও ইরানকে পার্স, পার্সি, পার্সিপলিস নাম দিয়েছিল। গ্রিক ভাষায় পার্সিপলিস শব্দটির অর্থ হল পারসিকদের দেশ বা বাসস্থান।
দিগ্বিজয়ী সম্রাট আলেক্সান্ডারের জেনারেল Nyarkhus খ্রিস্টপূর্ব ৩২৬ সালে তার সম্রাটের নির্দেশে সিন্ধু নদ পার হয়ে মুকরান সাগর বা ওমান সাগর ও পারস্য উপসাগর জাহাজ বা নৌকাযোগে পার হয়েছিলেন। তিনি এর মোহনা পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। ভূগোল শাস্ত্রের জনক নামে পরিচিত প্রাচীন গ্রিক ভূগোলবিদ Hecataeus খ্রিস্টপূর্ব ৪৭৫ সালে পারস্য সাগর শব্দটি ব্যবহার করেছেন। জেনোফেন ও হেরোডটাসের মতে প্রাচীন মানচিত্রগুলোতে এই সাগরকে পারস্য সাগরই বলা হত।
খ্রিস্টিয় দ্বিতীয় শতকের ভূগোল ও গণিতবিদ টলেমি "বিশ্বের ভূগোল" শীর্ষক ল্যাটিন ভাষার বইয়ে অঙ্কিত মানচিত্রে পারস্য উপসাগরকে "পার্সিকুস সিনুস" বলে উল্লেখ করেছেন। খ্রিস্টিয় প্রথম শতকের রোমান ইতিহাসবিদ Kevin Tus Kurvsyus Rufus এই সাগরকে পারস্য সাগর বা পারস্য জলাধার বলে উল্লেখ করেছেন। ল্যাটিন ভাষায় লিখিত ভূগোলের প্রাচীন বইগুলোতে দক্ষিণ ইরানের জলরাশি তথা মাকরান সাগর ও পারস্য উপসাগরকে "মারেহ পার্সিকুম" বা পারস্য সাগর বলে উল্লেখ করা হয়েছে। ইংরেজি, জার্মান, মার্কিন, ফরাসি ও তুর্কি ভাষাসহ বিশ্বের বিভিন্ন ভাষায় লিখিত অভিধানগুলোতেও পারস্য উপসাগর শব্দটি ব্যবহৃত হয়েছে। আরবী ভাষায় সবচেয়ে বিখ্যাত বিশ্বকোষ নামে খ্যাত " আলমুঞ্জেদ"ও এই সাগরকে পারস্য উপসাগর বলে উল্লেখ করেছে।
ইবনে বতুতা, আবু রেইহান বিরুনি, হামাদুল্লাহ মাস্তুফি, ইয়াকুত হেমাভি ও নাসের খসরু কাবাদিয়ানিসহ প্রমুখ ঐতিহাসিক ও চিন্তাবিদও তাদের লেখায় এই উপসাগরকে পারস্য উপসাগর হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমা উপনিবেশবাদীরা পারস্য উপসাগর ও ভারত উপমহাদেশে আসার পরও মানচিত্র, চিঠিপত্র ও বইয়ে এই জলপথকে পারস্য উপসাগর অথবা পারস্য সাগর হিসেবে উল্লেখ করেছে। পর্তুগাল, স্পেন, ফ্রান্স ও বৃটেনসহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের রাষ্ট্রীয় চুক্তিনামা ও চিঠিপত্রে সব সময় পারস্য উপসাগর নামটিই উল্লেখ করতো। ১৯৬১ সালে স্বাক্ষরিত কুয়েতের স্বাধীনতা সনদেও স্পষ্টাক্ষরে পারস্য উপসাগর নামটি স্থান পেয়েছে।
বর্তমানে ইরানে পারস্য উপসাগর ও এর নাম নিয়ে ৫০টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। ‘ঐতিহাসিক মানচিত্রগুলোতে পারস্য উপসাগর' শীর্ষক বইতে বিশ্বের সর্বজন গ্রহণযোগ্য ও বিখ্যাত ১৬০টি মানচিত্রকে প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহার করা হয়েছে, যেখানে স্পষ্টাক্ষরে এই উপসাগরের নাম পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফ লেখা রয়েছে।
এতসব দলিল প্রমাণ সত্ত্বেও পারস্য উপসাগরের নাম পরিবর্তনের প্রচেষ্টাকে বিদ্বেষপ্রসূত এবং দায়িত্বজ্ঞানহীন একটি পদক্ষেপ বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।
পারস্য উপসাগরের পক্ষে ইরানের প্রচারণা
পারস্য উপসাগরের নাম পরিবর্তন নিয়ে ষড়যন্ত্র শুরু হওয়ার পর থেকেই ইরানের সরকার ও জনগণ সোচ্চার হয়ে উঠে। ইরানিদের অব্যাহত প্রতিবাদের মুখে ১৯৯৪ সালের ১৮ আগস্ট জাতিসংঘ সচিবালয় ‘উপসাগর’ লেখার পরিবর্তে ‘পারস্য উপসাগর’ লেখার জন্য সংস্থার সংশ্লিষ্ট কর্মীদের উপদেশ দেন। কিন্তু এরপরও পারস্য উপসাগরের নাম পরিবর্তনের অপচেষ্টা অব্যাহত রয়েছে। এ অবস্থায় ইরান সরকার ফার্সি দশই উর্দি বেহেশত মোতাবেক ৩০শে এপ্রিলকে জাতীয় পারস্য উপসাগর দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর এক অনুষ্ঠানের মাধ্যমে পারস্য উপসাগরকে ইরানের জাতীয় নিদর্শন হিসেবে নিবন্ধন করা হয়েছে। পারস্য উপসাগরে অবস্থিত ইরানি দ্বীপ কিশে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উপসাগরটিকে জাতীয় নিদর্শন হিসেবে নিবন্ধিত করা হয়। ইরানের প্রেসিডেন্ট ড: মাহমুদ আহমাদিনেজাদ ঐ অনুষ্ঠানে পারস্য উপসাগরকে আঞ্চলিক সহযোগিতা ও বন্ধুত্বের অঙ্গন হিসেবে অভিহিত করেছেন। পারস্য উপসাগরের ৮ খন্ড বিশিষ্ট সনদ সঙ্কলনের কাজও শুরু করা হয়েছে।
গুগলের বিরুদ্ধে মামলা করার হুমকি
পারস্য উপসাগরের নাম পরিবর্তন করে ভিন্ন শব্দ ব্যবহার অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে মামলা করা হবে বলে হুমকি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রমিন মেহমানপারাস্ত গত ১৭ মে তেহরানে সাংবাদিকদের বলেছেন, "ইরানের শত্রুরা তেহরানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে এবং এ কাজে গুগলকে খেলার সামগ্রী হিসেবে ব্যবহার করা হচ্ছে।" তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, "পারস্য উপসাগরের প্রকৃত নামের পরিবর্তে অন্য কোন নাম ব্যবহার করলে গুগল মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।"
গুগলের অনলাইন মানচিত্রে এতদিন ইরান ও আরব উপদ্বীপের মধ্যবর্তী জলরাশিকে 'পারস্য উপসাগর' হিসেবে চিহ্নিত করা ছিল। কিন্তু সম্প্রতি এ নাম থেকে ‘পারস্য' শব্দটি বাদ দেয়া হয়েছে।
পারস্য উপসাগর না আরব উপসাগর?
পারস্য উপসাগরের নাম পরিবর্তন নিয়ে ইরান ও আরব দেশগুলোর মধ্যে যখন দ্বন্দ্ব চলছে ঠিক তখন ইন্টারনেটে চলছে ভোটাভুটি। http://www.persianorarabiangulf.com নামের ওয়েবসাইটে এ পর্যন্ত ৫১ লাখ ৩৯ হাজার ৪১৩টি ভোট পড়েছে। ভোটের ফলাফলে দেখা যাচ্ছে পারস্য উপসাগরের পক্ষে পড়েছে ৬১.১ শতাংশ ভোট আর আরব উপসাগরের পক্ষে পড়েছে ৩৮.৮ ভাগ ভোট। অর্থাৎ এখানেও পারস্য উপসাগর নাম রাখার পক্ষেই বেশ ভোট পড়ে।
‘বিভেদ সৃষ্টিই মূল লক্ষ্য’
পারস্য উপসাগরের নাম পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ দেশ যেসব সমস্যার মোকাবেলা করছে, তার পেছনে রয়েছে বিজাতীয়দের হস্তক্ষেপ,যারা গোটা অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বহু দূর থেকে এখানে এসেছে।
ইরানি প্রেসিডেন্টের বক্তব্যের সূত্র ধরে বলতে হয়, পারস্য উপসাগরের নাম পরিবর্তনের অপচেষ্টাও বিজাতীয়দের এ ধরনেরই একটি হস্তক্ষেপ এবং এর উদ্দেশ্য হলো, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিবাদ সৃষ্টি এবং ঐক্যের সুযোগকে সংকীর্ণ করা। #
Monday, April 23, 2012
পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-পাশ্চাত্য দ্বন্দ্ব ও তেহরানের ওপর নিষেধাজ্ঞার প্রভাব
১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হওয়ার পর থেকে পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে পাশ্চাত্যের দ্বন্দ্ব শুরু হয়। অথচ বাস্তবতা হচ্ছে, বিপ্লবের আগে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের কয়েকটি দেশ ইরানে পরমাণু চুল্লি নির্মাণে সহযোগিতা করেছিল। ১৯৫৬ সালে তেহরান বিশ্ববিদ্যালয়ে একটি পরমাণু গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। এ গবেষণা কেন্দ্রের কাজ এগিয়ে নেয়ার জন্যে ইরান ও যুক্তরাষ্ট্র সে বছরই একটি চুক্তি স্বাক্ষর করে। এর ১১ বছর পর যুক্তরাষ্ট্র তেহরান বিশ্ববিদ্যালয়ে ৫ মেগাওয়াট শক্তি সম্পন্ন একটি ছোটখাট পারমাণবিক চুল্লি নির্মাণ করে। ১৯৭১ সালে ইরানের শাহ সরকার পাশ্চাত্যের কয়েকটি দেশের সঙ্গে পরমাণু বিষয়ে বেশ ক’টি চুক্তি স্বাক্ষর করে। ইরানের বুশেহরে পারমাণবিক চুল্লি নির্মাণের জন্য জার্মানির সঙ্গে চুক্তি, দারখুইনে আরেকটি পরমাণু চুল্লি নির্মাণের জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি, পারমাণবিক চুল্লিগুলোর জন্যে জ্বালানি সরবরাহ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি এবং অর্ডিফ কোম্পানির শেয়ার কেনার ঘটনা ছিল এগুলোর মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু, ১৯৭৯ সালে ইরানে শাহ সরকারের পতনের পর পশ্চিমা সরকার ও পশ্চিমা কোম্পানিগুলো পরমাণু বিষয়ে ইরানের সঙ্গে সহযোগিতা বন্ধ করে দেয়। শুধু তাই নয়, ইরানের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য গত তেত্রিশ বছরে মার্কিন সরকার ইরানের ওপর ৩৩ বার অর্থনৈতিক ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওপর প্রভাব খাটিয়ে মার্কিন সরকার তাদের কোনো কোনো একতরফা নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক রূপ দিতেও সক্ষম হয়েছে।
সাম্প্রতিক নিষেধাজ্ঞা: পাশ্চাত্যের হুমকি, চাপ ও অবরোধ সত্ত্বেও ইরান তার শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু কর্মসূচি অব্যাহত রাখায় মার্কিন সরকার এবং তার ইউরোপীয় মিত্ররা সাম্প্রতিক মাসগুলোতে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কঠোর করেছে। শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধে ইরানকে বাধ্য করার জন্যই তারা এ পদক্ষেপ নেয়। পাশ্চাত্য ও মার্কিন সরকার দাবি করছে যে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। অথচ, ইরান পরমাণু অস্ত্র অর্জনকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বলে মনে করে এবং রাজনৈতিক ও সামরিক দিক থেকেও পরমাণু অস্ত্রকে ক্ষমতা বৃদ্ধির কোনো উপায় বলে মনে করে না। ইরানের পরমাণু তৎপরতা যে শান্তিপূর্ণ তা স্পষ্ট করার জন্য দেশটির সরকার তার সমস্ত পরমাণু স্থাপনায় নজরদারি করার সুযোগ দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-কে। তাছাড়া, ইরান পরমাণু অস্ত্র-বিস্তার রোধ চুক্তি বা এনপিটি-তে স্বাক্ষরকারী অন্যতম দেশ। তেহরান এ পর্যন্ত কখনও ওই চুক্তির কোনো ধারা লঙ্ঘন করেনি। কিন্তু, তা সত্ত্বেও মার্কিন সরকার জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা বা আইএইএ’র মধ্যে নিজের প্রভাব খাটিয়ে এবং কিছু বানোয়াট দলিল-প্রমাণ দেখিয়ে ইরানের পরমাণু কর্মসূচিকে সামরিক বলে দাবি করে। আর এ ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে মার্কিন সরকার ও তার মিত্ররা ইরানের পরমাণু প্রসঙ্গটিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠাতে সক্ষম হয়। ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন সরকার এ পরিষদে ইরানের বিরুদ্ধে কয়েকটি প্রস্তাব পাস করে এবং তেহরানের ওপর চাপিয়ে দেয় বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা।
জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা : পাশ্চাত্যের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের পরমাণু তৎপরতাকে বন্ধ তো করতে পারেইনি বরং দেশটি আরও দৃঢ়তার সঙ্গে পরমাণু কর্মসূচি জোরদার করে। এ অবস্থায় পশ্চিমা কয়েকটি দেশ জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করলেও নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশগুলোর সাড়া পেতে ব্যর্থ হয়। জাতিসংঘকে দিয়ে নতুন ও আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে ব্যর্থ হওয়ার পর মার্কিন সরকার এবং ইউরোপীয় জোট তেহরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে। পাশ্চাত্য এটা জানে যে, বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে ইরানের সবচেয়ে বড় উৎসটি হলো জ্বালানি তেল এবং দেশটির বাণিজ্য লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ফলে, ইরানের জ্বালানি তেল ও কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করে মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্য। তারা ভেবেছিল এবারের এই নিষেধাজ্ঞার প্রবল চাপে ইরান কাহিল হয়ে পড়বে এবং পাশ্চাত্যের অন্যায় আব্দার মেনে নিয়ে তেহরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করবে। কিন্তু, বাস্তবে ঘটেছে এর সম্পূর্ণ বিপরীত ঘটনা।
নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া : ইরানের জ্বালানি তেলের ওপর ইউরোপের নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিশ্ব বাজারে তেলের দর বাড়তে থাকে; বিশেষ করে ইউরোপের কয়েকটি দেশে জ্বালানি তেলের দাম নজিরবিহীন মাত্রায় বেড়ে যায়। এ অবস্থায় ইউরোপের আটটি দেশের ৬৯ শতাংশ মানুষ ইরানের তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে। জার্মানির মার্শাল ফান্ড পরিচালিত জনমত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, স্পেন, পোল্যান্ড ও সুইডেনের তিন হাজারের বেশি মানুষের ওপর ওই জরিপ পরিচালিত হয়। ২৪ মার্চ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়- ইরানের ওপর অবরোধ আরোপের ফলে বিশ্বমন্দা দেখা দিতে পারে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে- ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা অবরোধ আরোপের ফলে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার যে প্রবণতা দেখা দিয়েছে তাতে বিশ্বমন্দার ঝুঁকি বাড়ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে- অবরোধের কারণে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা সম্ভব হবে না এবং এতে শুধুমাত্র তেলের দামই বাড়বে। এ প্রতিবেদনের সমর্থনে মার্কিন অর্থমন্ত্রী টিমথি গেইথনারের একটি মন্তব্য এখানে উল্লেখ করা যেতে পারে। গত ৫ এপ্রিল তিনি মার্কিন সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে অব্যাহত উত্তেজনা এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি মার্কিন অর্থনীতির জন্য ‘বড় হুমকি’ হয়ে উঠেছে। তার এ মন্তব্যের পাঁচ দিন পর ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রউসেফ হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের সময় বলেছেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হয় উঠতে পারে। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেতে পারে; এর ফলে বিশ্ব অর্থনীতির মন্দা কাটিয়ে ওঠার যে চেষ্টা চলছে তা হুমকির মুখে পড়বে।
পাশ্চাত্যের পিছু হটা : ইউরোপ নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করলেও তা জুলাই মাসে কার্যকর করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, নিষেধাজ্ঞার কারণে তেলের দাম বৃদ্ধির পাশাপাশি ইউরোপের দুর্দশাগ্রস্ত অর্থনীতির সংকট আরো মারাত্মক হয়ে ওঠে এবং ইউরোপীয় জনগণের মধ্যে সরকারবিরোধী ক্ষোভ আরো চাঙ্গা হয়। এ অবস্থায় মার্কিন সরকার ইউরোপের ১০টি দেশের জন্য ইরানের তেল বয়কট করা বাধ্যতামূলক নয় বলে ঘোষণা দেয়। কিন্তু, ইরান পাশ্চাত্যকে শিক্ষা দেয়ার জন্য আগে-ভাগেই ইউরোপের বেশ কয়েকটি দেশে তেল রফতানি বন্ধ করে দেয়। ইউরোপে ইরানের তেলের ক্রমবর্ধমান চাহিদা থাকা সত্ত্বেও তেল সরবরাহ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এবং অন্য কোনো দেশ ইরানের জ্বালানি তেলের বিকল্প হতে ব্যর্থ হওয়ায় ইউরোপ নিজের সৃষ্ট সংকটের শাস্তি নিজেই ভোগ করতে বাধ্য হয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য গত ২০ এপ্রিল ইউরোপীয় জোটের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, এই জোট ইরানের জ্বালানি তেল শিল্পের ওপর নিষেধাজ্ঞা আগামী দু’মাসের মধ্যে তুলে নিতে পারে। ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা যে সম্ভব হবে না, এ ঘোষণার মাধ্যমে বিশ্লেষকদের পূর্বাভাস সত্যি বলে প্রমাণিত হয়েছে।
অবরোধ যখন আশীর্বাদ : পাশ্চাত্যের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অবরোধ আরোপের প্রতিক্রিয়ায় ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী (রহ.) ১৯৭৯ সালের শেষের দিকে ঘোষণা দিয়েছিলেন- "ওরা যদি আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে আমরা আরো সক্রিয় হব, এটা আমাদের জন্যই লাভজনক। ওরা নিষেধাজ্ঞা আরোপ করুক, আপনারা এতে মোটেও ভয় পাবেন না।" তিনি আরো বলেছিলেন, "আমরা এখন থেকে বিজাতীয়দের আমাদের দেশে আসার ও মোড়লীপনা করার সুযোগ দেব না। এ দেশে তো আমরা নিজেরাই রয়েছি। তাদের যত ইচ্ছে আমাদের ওপর চাপ দিয়ে যাক এবং অর্থনৈতিক অবরোধ আরোপের জন্য ষড়যন্ত্র করুক। আমরা এসবের পরোয়া করি না।" মরহুম ইমাম প্রখ্যাত মিশরীয় সাংবাদিক হাসনাইন হাইকালকে দেয়া সাক্ষাৎকারে ওইসব মন্তব্য করেছিলেন। ইরানের ইসলামী সরকার ইমামের ওই দিক-নির্দেশনা মেনে নিয়ে পাশ্চাত্যের সব ধরনের চাপ মোকাবেলার পথ বেছে নেয় এবং এর ফলে অর্থনৈতিক ক্ষেত্রে পরনির্ভরতার পরিবর্তে স্বাধীনতা ও স্বনির্ভরতার পথ খুলে যায়। পশ্চিমা সরকারগুলো আশা করেছিল- নিষেধাজ্ঞার কারণে হতাশ হয়ে ইরানের জনগণ আন্তর্জাতিক অঙ্গনে ‘ন্যায়কামিতার প্রতি সমর্থন ও জুলুমের বিরুদ্ধে সংগ্রাম’ বন্ধ করে দেবে। কিন্তু, পশ্চিমাদের সে আশা বার বারই ভঙ্গ হয়েছে এমনকি নিষেধাজ্ঞা তাদের জন্যে বুমেরাং হয়েছে।
ওবামার গোপন চিঠি : ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পাশ্চাত্যের জন্য বুমেরাং হয়ে দেখা দেয়ায় এখন পাশ্চাত্য তাদের অবস্থান পরিবর্তন করতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্ধৃতি দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি মেনে নেবে, তবে ইরানকে এটা প্রমাণ করতে হবে যে,তারা পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর কাছে পাঠানো এক বার্তায় ওবামা এসব কথা বলেছেন। খবরে আরো বলা হয়, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগানের সাক্ষাত হয়। সেখানে তারা ইরানরে পরমাণু কর্মসূচি ও সিরিয়ার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সিউল থেকে ফিরে এরদোগান তেহরান সফরে যান। তেহরানে আয়াতুল্লাহ খামেনেয়ীকে বারাক ওবামার ওই গোপন বার্তা পৌঁছে দেন এরদোগান। বার্তাটি অনেকটা এ রকম-কেবলমাত্র বেসামরিক প্রয়োজনে পরিচালিত হলেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের পরমাণু কর্মসূচি মেনে নেবেন। সম্প্রতি, আয়াতুল্লাহ আলী খামেনেয়ী বলেছেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরির পথে যাবে না। পারমাণবিক অস্ত্রকে ধ্বংসাত্মক ও বিপজ্জনক আখ্যা দিয়ে খামেনেয়ী আরও বলেন, নির্বোধেরাই এ ধরনের অস্ত্রের বিস্তার ঘটায়। ওবামার ওই গোপন চিঠির খবর প্রকাশের সময়ই চীনের বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছিল- তুরস্কের ইস্তাম্বুলে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আবারো আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠী।
ইরান-ছয় জাতিগোষ্ঠী বৈঠক: দীর্ঘ ১৫ মাস বিরতির পর গত ১৪ এপ্রিল আবারো ইস্তাম্বুলে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে ইরানের পক্ষে নেতৃত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব সাঈদ জালিলি এবং ছয় বৃহৎ শক্তির পক্ষে নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোন। আলোচনা শেষে তাদের দু’জনের মুখেই ছিল প্রশান্তির স্মিত হাসি। আগামী ২৩ মে ইরাকের রাজধানী বাগদাদে পরবর্তী আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। ইস্তাম্বুল আলোচনা শেষে ক্যাথেরিন অ্যাশ্টোন এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, “পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি বা এনপিটি’র ধারা অনুযায়ী শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি অর্জনের অধিকার ইরানের রয়েছে।” সংবাদ সম্মেলনে সাঈদ জালিলি বলেছেন, “ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে আলোচনায় তেহরান পশ্চিমা দেশগুলোর আরোপিত অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে।”
এ বৈঠক সম্পর্কে মার্কিন দৈনিক লস এঞ্জেলস টাইমস লিখেছে, "ইস্তাম্বুল বৈঠকে ছয় জাতিগোষ্ঠী ইরানের কাছে কোনো কিছু দাবি করতে পারেনি এবং কোনো বিশেষ ছাড় বা সুবিধাও আদায় করতে পারেনি। বাগদাদে যে আলোচনা অনুষ্ঠিত হবে তা তাতেও কোনো পূর্ব শর্ত থাকছে না।"
ইস্তাম্বুল বৈঠকের মতো যদি বাগদাদ বৈঠকও ইতিবাচক ও ইরানের আস্থা অর্জনে সক্ষম হয় তাহলে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সব ধরনের অস্পষ্টতা দূর করার পথ প্রশস্ত হবে বলে বিশ্লেষকরা আশা করছেন। সে ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা একটি বিরাট দ্বন্দ্বের অবসান হবে আর বিশ্ব অর্থনীতিও মুক্তি পাবে সম্ভাব্য মন্দার কবল থেকে। ইরান ইস্যুতে যুদ্ধের দামামা বেজে ওঠার যে আশঙ্কা বিশ্ববাসীকে চেপে ধরেছিল তারও অবসান হবে বলে আশা করা যায়।#
Sunday, January 22, 2012
ইরানে মার্কিন ড্রোন ও সিআইএ’র গুপ্তচর আটক : হোয়াইট হাউজের উদ্বেগ
ইরানের সেনাবাহিনীর হাতে অত্যাধুনিক মার্কিন পাইলটবিহীন বিমান বা আরকিউ-১৭০ ড্রোন আটকের ঘটনা এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর অন্যতম প্রধান আলোচ্য বিষয়। মার্কিন ড্রোনটি ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে ইরানের সশস্ত্রবাহিনী সেটির নিয়ন্ত্রণ নিয়ে মাটিতে নামিয়ে আনতে সক্ষম হয়। ইরানের এ সফলতাকে একদিকে সাইবার যুদ্ধে মার্কিনীদের জন্য বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে সাইবার প্রযুক্তিতে ইরানের দক্ষতারও প্রমাণ পাওয়া গেছে। মার্কিন ড্রোন আটক নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র একজন গুপ্তচরকে আটকের খবর দিয়েছে। গুপ্তচর আটকের ঘটনা মার্কিন তথ্য ও গোয়েন্দা বিভাগের জন্য আরেকটি আঘাত বলে অনেকে মনে করছেন।
আরকিউ-১৭০ ড্রোন : রাডার ফাঁকি দিতে সক্ষম!
৪ ডিসেম্বর, রোববার। আফগান সীমান্ত থেকে ইরানের প্রায় আড়াইশ' কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়ার পর ইরানি সেনাবাহিনীর ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার ইউনিট মার্কিন চালকবিহীন আরকিউ-১৭০ সেন্টিনাল স্টিলথ বিমানটি নিরাপদে মাটিতে নামিয়ে আনতে সক্ষম হয়। ‘বিস্ট অব কান্দাহার’ নামে পরিচিত ড্রোনটির সঙ্গে রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন অত্যাধুনিক বিমান বাহিনীর বোমারু বিমান বি-২ নকশার মিল রয়েছে। এছাড়া এফ-৩৫ জঙ্গী বিমান নির্মাণে যে ধরনের প্রযুক্তি ব্যবহার হয়েছে সেই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে আরকিউ-১৭০ ড্রোনে। ফলে এ ড্রোনের গুরুত্ব আরো কয়েকগুণ বেড়েছে। শুধু তাই নয়, আরকিউ-১৭০ ড্রোন দিনের পর দিন আকাশে ভেসে থাকতে পারে। ড্রোনটি তার উড্ডয়ন পথের বিশাল এলাকা জুড়ে সব ধরনের বেতার যোগাযোগের বিরুদ্ধে আড়ি পাততে পারে। এমনকি প্রয়োজনে ড্রোনটি তার উড্ডয়নে পথের বিশাল অঞ্চল জুড়ে সব ধরনের বেতার যোগাযোগ ব্যবস্থা জ্যামও করে দিতে পারে। আরকিউ-১৭০ ড্রোনে যে রাডার বসানো আছে তাও অনন্য এবং অত্যাধুনিক । এ ড্রোনে বসানো আছে নানা ধরনের ক্যামেরা, লেন্স ও সেন্সর এবং এ সবের সাহায্যে অনন্য ছবি তুলতে পারে ড্রোনটি। কিন্ত এতো কিছুর পরও ইরান ড্রোনটিকে ভূপাতিত ধারণা করা হচ্ছে- ইরানিরা ড্রোনটির নেভিগেশন সিস্টেম হ্যাক করেছিল, আর তাতেই এটি নিরাপদে মাটিতে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ড্রোনের নিয়ন্ত্রণ গ্রহণ করে ইরানের মাটিতে নামিয়ে আনার ঘটনা তেহরানের জন্য বিশাল সাফল্য এবং ওয়াশিংটনের জন্য বড় ধরনের আঘাত বলে মনে করা হলেও মার্কিন কর্মকর্তারা ইরানকে কোন কৃতিত্ব দিতে নারাজ। তারা দাবি করেছেন, যান্ত্রিক ত্রুটির কারণে তাদের ড্রোন ইরানে ভূপাতিত হয়েছে। এ দাবির মাধ্যমে তারা এক ঢিলে দুই পাখি মারতে চান। একদিকে দেখাতে চান, তারা ইচ্ছে করে ইরানের আকাশসীমা লঙ্ঘন করেননি এবং অন্যদিকে ইলেকট্রনিক যুদ্ধে ইরানের সক্ষমতাকে উপেক্ষা করতে চান তারা।
ড্রোন ফেরত চেয়েছেন ওবামা, ইরানের ‘না’
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অবশেষে স্বীকার করেছেন যে, ইরান তাঁর দেশের একটি চালকবিহীন বিমান আটক করেছে। ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে নিয়ে সংবাদ সম্মেলন চলাকালে ওবামা ওই ড্রোনটি ফেরত চান। তিনি বলেন, ‘এর পর ইরান কি আচরণ করবে সেটি যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করবে।’ তবে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান আলাউদ্দিন বুরুজারদি বলেছেন, ভূপাতিত মার্কিন ড্রোন ফেরত দেয়ার প্রশ্নই ওঠে না। তিনি আরো বলেছেন, ‘ইরানের আকাশসীমা লংঘনের জন্য বরং মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে।’ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রমিন মেহমানপারাস্ত বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানে ভূপাতিত হওয়া ড্রোন ফেরত চেয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিতান্তই তাদের মুখ বাঁচানোর কৌশল। তিনি আরো বলেছেন, ইরানের আকাশসীমা লংঘন করার অপরাধে মার্কিন সরকার ক্ষমা না চেয়ে বরং তারা উল্টো অসৎ কৌশলের আশ্রয় নিচ্ছে। মেহমানপারাস্ত আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট মনে হয় ভুলে গেছেন যে, তাদের গোয়েন্দা বিমান ইরানের আকাশসীমা লংঘন করে গুপ্তরচরবৃত্তির কাজ করছিল। এ ছাড়া, মার্কিন প্রশাসন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে দীর্ঘদিন ধরে হস্তক্ষেপ করে আসছে। এ সবই আন্তর্জাতিক আইনের মারাত্মক লংঘন বলে মন্তব্য করেন রমিন মেহমানপারাস্ত।
অন্যদিকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি বলেছেন, ভূপাতিত হওয়া মার্কিন ড্রোন এখন ইরানের সম্পদ। তিনি জানিয়েছেন, এ ড্রোন এখন নিজস্ব সম্পদ হিসেবেই ইরানে থাকবে এবং ইরানি জাতিই ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আরকিউ-১৭০ বিমানের উন্নত সংস্করণ তৈরি করবে ইরান
যুক্তরাষ্ট্র যে ড্রোনটিকে রাডার ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করেছিল, সেটি ইরানের হস্তগত হওয়ায় মার্কিন সরকারের রাডার ফাঁকি দেয়ার সব কলাকৌশল এখন ইরানের আয়ত্বে চলে এসেছে। ইরান ঘোষণা করেছে, আরকিউ-১৭০ বিমানের উন্নত সংস্করণ তৈরি করবে তেহরান। আরকিউ-১৭০ খতিয়ে দেখে তারচেয়েও উন্নত মানের ড্রোন তৈরির ক্ষমতা যে ইরানের আছে, তা স্বীকার করেছেন মার্কিন দৈনিক 'ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটরের' সাংবাদিক পিটার গ্রিরিয়ার। তিনি এক নিবন্ধে লিখেছেন, ‘এর আগে এ ধরনের ঘটনা ঘটেছিল এবং প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাষ্ট্রের চেয়ে নিম্ন অবস্থানে রয়েছে এমন একটি দেশ মার্কিন অত্যাধুনিক প্রযুক্তির অনুকরণ করতে পেরেছিল। তিনি জানান, ১৯৪৭ সালের আগস্টে অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়ন 'তু -৪ বুল'নামের বিমান প্রদর্শন করে। এ বিমানটি মার্কিন বোমারু বিমান বি-২৯-এর অনুকরণে তৈরি করা হয়েছিল। এর আগে অর্থাৎ ১৯৪৪ সালে সোভিয়েত ইউনিয়নের একটি ঘাঁটিতে বি-২৯ বিমান জরুরী অবতরণে বাধ্য করেছিল তৎকালীন সোভিয়েত সরকার।‘
হোয়াইট হাউজের বিস্ময় ও শংকা
ইরানের সেনাবাহিনীর ইলেক্ট্রনিক যুদ্ধ ইউনিট মার্কিন অত্যাধুনিক পাইলটবিহীন বিমান বা ড্রোন ইরানের মাটিতে নামিয়ে আনতে সক্ষম হওয়ায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হতভম্ভ ও বিস্মিত হয়েছেন। মার্কিন কর্মকর্তারা প্রথম দিকে মার্কিন ড্র্রোন ইরানের হস্তগত হওয়ার ব্যাপারে নানা সন্দেহ ও সম্ভাবনার কথা বললেও ইরান বিষয়টিকে গণমাধ্যমের কাছে তুলে ধরার পর মার্কিন কর্মকর্তাদের কথাবার্তায়ও পরিবর্তন আসতে শুরু করেছে । মার্কিন দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল এর আগে খবর দিয়েছিল, আরকিউ-১৭০ ড্রোন ইরানীদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার অথবা তা ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র প্রথমে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছিল। কিন্তু ইরানি সেনাবাহিনী পাল্টা আঘাত হানতে পারে এ আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের সে চিন্তা থেকে সরে আসে।
ওয়াশিংটনের উদ্বেগের আরেকটি কারণ হলো- ড্রোনটি আটক হওয়ার পর রাশিয়া ও চীন তা পরিদর্শনের অনুমতি চেয়েছে ইরানের কাছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের বিশেষজ্ঞ এলিজাবেথ কুইন্টানা এ বিষয়ে বলেছেন, রাশিয়া ও চীনকে ইরান ড্রোনটি দেখতে দিলে তারা অত্যাধুনিক বিমানটি নকল করবে। তারা এ ড্রোনের রাডার ফাঁকি দেয়ার বিষয়টির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেবে।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে স্টিলথ প্রযুক্তির পঞ্চম প্রজন্মের জঙ্গী বিমান অন্তর্ভূক্ত রয়েছে। চীন ও রাশিয়া এ প্রযুক্তি সংগ্রাহের জন্য মুখিয়ে রয়েছে। কুইন্টানা বলেন, মার্কিন প্রযুক্তি অনুকরণের জন্য চীন খুবই আগ্রহী। চীন ও রাশিয়া ড্রোনের সেন্সর পর্যবেক্ষণ করতেও খুব আগ্রহী। এ সেন্সরের মাধ্যমে ড্রোনটি বিশাল এলাকার ওপর নজর রাখতে সক্ষম। এছাড়া রাডার ফাঁকি দিতে ও মাটি থেকে ৫০ হাজার ফুট উঁচুতে উড়তে সক্ষম। মার্কিন নৌবাহিনীর পি-৩ ওরিয়ন ২০০১ সালে চীনের হস্তগত হয়। এর ফলে চীন গোয়েন্দা ব্যবস্থার পাল্টা ব্যবস্থা গ্রহণে সক্ষম হয়। এ কারণে যুক্তরাষ্ট্র তার পুরো নৌবহরকে আরও উন্নত করতে বাধ্য হয়। কুইন্টানা বলেন, এ ঘটনার পুনরাবৃত্তি হতে পারে এ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। বিশ্লেষকরা বলছেন, ইরান মার্কিন ড্রোন নামিয়ে আনায় একদিকে যেমন ইলেক্ট্রনিক যুদ্ধে তাদের দক্ষতার প্রমাণ মিলেছে অন্যদিকে রাডার ফাঁকি দিতে সক্ষম বলে পরিচিত অত্যাধুনিক এ ড্রোন এখন ইরানী বিশেষজ্ঞদের নাগালে চলে এসেছে। এটি ইসরাইল ও মার্কিনীদের জন্য অত্যন্ত লজ্জাকর একটি ঘটনা।
ড্রোনের পর সিআইএ’র গুপ্তচর আটক
ইরানে মার্কিন ড্রোন ভুপাতিত হওয়া নিয়ে মিডিয়ায় যখন তোলপাড় চলছে ঠিক তখন (১৭ ডিসেম্বর) ইরানের নিরাপত্তা বাহিনী সিআইএ’র একজন গুপ্তচরকে আটক করার দাবি করেছে। ১৮ ডিসেম্বর সিআইএ'র গুপ্তচর আমির মির্জা হেকমাতি ইরানের টেলিভিশনে প্রচারিত এক স্বীকারোক্তিতে আমির মির্জা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তার বাড়ি এবং ২০০১ সালে তিনি মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন। এরপর এক দশক ধরে তিনি গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ নিয়েছেন। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় বাগরাম বিমান ঘাঁটিতেও তিনি কাজ করেছেন। এছাড়া তেহরানে আসার আগে তাকে মার্কিন গোয়েন্দারা বিশেষ প্রশিক্ষণ দিয়েছে বলে তিনি স্বীকার করেছেন। স্বীকারোক্তিতে আমির মির্জা জানিয়েছেন, প্রথমে তিনি কিছু তথ্য দিয়ে ইরানের গোয়েন্দা সংস্থার সদস্যদের আস্থা অর্জন করতে চেয়েছিলেন। এ মিশন সফল হলে তাকে সিআইএ আরো বড় মিশনের পাঠানোর কথা বলেছিল। এ জন্য তাকে বিপুল অংকের অর্থও দিতে চেয়েছিল সিআইএ। আমির মির্জা ইরানে গুপ্তচরবৃত্তির বিষয়ে তার অপরাধ স্বীকার করেছে। তবে তার মিশন শুরু হওয়ার আগেই এই মার্কিন গুপ্তচর ইরানের গোয়েন্দা সেনাদের হাতে আটক হয়। সিআইএ'র ওই চর যুক্তরাষ্ট্র থেকে আফগানিস্তানের বাগরাম সেনাঘাঁটিতে পৌঁছার পর থেকেই তাকে অনুসরণ করছিল ইরানের গোয়েন্দা সেনারা। পরবর্তীতে ইরানের ভূমিতে প্রবেশ করার পর তাকে গ্রেফতার করা হয়।
গুপ্তচরকে ফেরত চেয়েছে যুক্তরাষ্ট্র
ইরানে আটক মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ'র একজন গুপ্তচরকে অবিলম্বে ফেরত দেয়ার আহবান জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড হেকমাতিকে মুক্তি দেয়ার আহবান জানিয়ে বলেছেন,যুক্তরাষ্ট্র তেহরানে নিযুক্ত সুইস দূতাবাসের মাধ্যমে হেকমাতির সঙ্গে সাক্ষাত করতে সুযোগ দেয়ার জন্য ইরানের কাছে আবেদন জানিয়েছে। নুল্যান্ড দাবি করেছেন, ইরানে আটক মার্কিন গুপ্তচর হেকমাতির পরিবার গত সেপ্টেম্বরে তার আটকের খবর মার্কিন পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছে। তিনি আরো দাবি করেছেন, হেকমাতি যুক্তরাষ্ট্রের অ্যারিযোয়ানা অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর মার্কিন মেরিন বাহিনীতে যোগ দেন।
‘সিআইএ'র শ্রেষ্ঠত্বের দাবি ভেঙ্গে দিয়েছে ইরান'
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য হাসান কামরান বলেছেন, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ'র গুপ্তচর আটকের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা শক্তি প্রমাণিত হয়েছে। তিনি সিআইএ'র এ গুপ্তচরবৃত্তির ঘটনাকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে উল্লেখ করেছেন। হাসান কামরান আরো বলেন, ‘এ ঘটনার আগে শত্রুরা কখনই চিন্তা করেনি যে, তাদের গুপ্তচরেরা ইরানের গোয়েন্দাদের হাত ধরা পড়তে পারে।’
ইরানে এর আগেও সিআইএ'র গুপ্তচর আটক করা হয়েছে। চলতি বছরের মে মাসে সিআইএ'র গুপ্তচর ও সন্ত্রাসী চক্রের ৩০ সদস্যকে আটক করা হয়। গত ২৪ নভেম্বর আরো ১২ জন সিআইএ এজেন্টকে গ্রেফতার করা হয়। তারা ইরানের পরমাণু স্থাপনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নাশকতামূলক তৎপরতা চালানোর পরিকল্পনা করছিল। তবে ইরানের হাতে মার্কিন গোয়েন্দা বিমান আরকিউ-১৭০ ভূপাতিত হওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই -সিক্সকে একসঙ্গে ইরান বিরোধী তৎপরতার জন্য নতুন কর্মসূচি গ্রহণে মার্কিন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এ জন্য তিনি আলাদা বাজেটও দিয়েছেন।
প্রশ্ন হচ্ছে, একটি দেশের আকাশসীমা লংঘন করা এবং গুপ্তচর পাঠিয়ে তথ্য সংগ্রহ করা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির আলোকে সমর্থনযোগ্য কিনা। এ বিষয়ে জাতিসংঘ সনদের চার নম্বর অনুচ্ছেদের দু'নম্বর ধারায় বলা হয়েছে, "কোন দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি সৃষ্টি বা বলপ্রয়োগ নিন্দনীয়। ১৯৭৪ সালে এ ধারায় আনা এক সংশোধনীতে বলা হয়েছে, কোন দেশের আকাশসীমা লঙ্ঘনকে ওই দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। "
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের ওপর গুপ্তচরবৃত্তি চালানোর জন্যই সিআইএ ইচ্ছাকৃতভাবে ইরানে ড্রোন ও গুপ্তচর পাঠিয়েছিল। কাজেই আন্তর্জাতিক আইনে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ খাযায়ি এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন। তিনি বলেছেন, জাতিসংঘের পক্ষ থেকে মার্কিন ড্রোন কর্তৃক ইরানের আকাশসীমা লংঘনের ব্যাপারে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।
হুমকি পাল্টা হুমকি
ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) একপেশে রিপোর্ট, ইরানে 'স্টুক্সনেট' ভাইরাসের মত সাইবার হামলা, ইরানের কয়েকজন বিজ্ঞানীকে হত্যা, ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূতকে হত্যার কথিত পরিকল্পনা, তেহরানস্থ ব্রিটিশ দূতাবাসে বিক্ষুব্ধ ছাত্রদের হামলা, ব্রিটেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের অবরোধ এবং মার্কিন ড্রোন ও সিআইএ’র গুপ্তচর আটকের ঘটনাকে কেন্দ্র করে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হুমকি-পাল্টা হুমকি অব্যাহত রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন 'দ্য আর্লি শো' নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেছেন, 'ইরানকে একঘরে করার জন্য বিশ্বকে একতাবদ্ধ করা জরুরি হয়ে উঠেছে এবং এ ভাবেই কেবল কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে।' ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন। ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, উইলিয়াম হেগ বলেছেন, ব্রিটিশ সরকার দীর্ঘমেয়াদে ইরানের ওপর সামরিক ব্যবস্থা নেয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। অন্যদিকে ইসরাইলি প্রেসিডেন্ট শিমন পেরেজ বলেছেন, ইরানের ওপর হামলার সম্ভাবনা দিন দিন বেড়েই চলেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইহুদ বারাকও একই রকমের হুমকি দিয়েছেন।
তবে এসব হুমকির বিরুদ্ধে ইরানী কর্মকর্তারাও পাল্টা হুমকি দিয়ে যাচ্ছেন। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আহমাদ ওয়াহিদি বলেছেন, ইরান আক্রান্ত হলে ইসরাইলকে ভালো মতো শিক্ষা দেয়া হবে। তিনি আরো বলেছেন, ইরানের ওপর সামরিক হামলা হলে ইসরাইলের টিকে থাকার সামান্যতম সম্ভাবনা নেই। ইসরাইলের সব জায়গায় ইরান হাজার হাজার ক্ষেপণাস্ত্র মারবে। ইরানের দেড় লাখ ক্ষেপণাস্ত্র ইসরাইলের জন্য অপেক্ষা করছে বলেও তিনি মন্তব্য করেছেন। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর যে হুমকি দিচ্ছে তা তেহরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ ছাড়া আর কিছু নয়।
ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি ইরানের পরমাণু স্থাপনায় একটা ক্ষেপণাস্ত্র ছোঁড়ে তাহলে ইসরাইলের প্রতি ইঞ্চি ভূমি ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এ হামলা থেকে ইসরাইলের পরমাণু স্থাপনাও বাদ যাবে না। ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যের জবাবে তিনি আরো বলেছেন, "ইরান শুধু শত্রুদের হামলা প্রতিহতই করবে না বরং শত্রুর ভূখণ্ডেও ধ্বংসাত্মক পাল্টা হামলা চালাবে।"
‘ইসরাইল-আমেরিকার পিছটান’
এতদিন ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দিলেও ইসরাইল, আমেরিকা ও তাদের মিত্ররা পিছু হঠেছে। ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী শাঁওল মোফায বলেছেন, ইরানে হামলা করার সিদ্ধান্ত হবে মস্ত বড়ো ভুল। ইসরাইলী যুদ্ধমন্ত্রী ইহুদ বারাকও তাদের আগের অবস্থান থেকে সরে এসে বলেছেন, ইসরাইল ইরানে হামলা করবে না। এর আগে ইতালির সাবেক প্রধানমন্ত্রী রোমানো প্রোদি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইহুদবাদি ইসরাইলের হুমকি কোনো ফল বয়ে আনবে না।
এদিকে চীনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজর জেনারেল ঝাং ঝাওঝোং বলেছেন, ইরানের ওপর কোনো হামলা হলে চীন সহায়তার জন্য এগিয়ে আসতে দ্বিধা করবে না এবং এ জন্য যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধেও যায় তার পরোয়া করবে না বেইজিং।
তিনি বলেন, ইরান রক্ষায় এগিয়ে আসতে চীন কোনো দ্বিধাই করবে না। তিনি বলেন, ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে বোমা বানানোর চেষ্টা করতে পারে বলে ভিত্তিহীন অভিযোগ তুলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল মাঝে মধ্যেই তেহরানের বিরুদ্ধে হামলার হুমকি দিচ্ছে।
ধারণা করা হচ্ছে, ইরানের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের যে মিডিয়া যুদ্ধ চলছে, তাতে ঝাং ঝাওঝোং এই মন্তব্য নতুন মাত্রা যোগ করল । বিশ্লেষকদের মতে ঝাং ঝাওঝোং এই মন্তব্য পশ্চিমা বিশ্বের জন্য এক সতর্ক বার্তা। আর এজন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধংদেহী মনোভাব দেখানো থেকে বিরত রয়েছে। #
লেবেলসমূহ:
ইরান,
ড্রোন,
যুক্তরাষ্ট্র
Subscribe to:
Posts (Atom)